খবর
খেলা
বিনোদন
ফ্যাশান
টক ঝাল মিষ্টি
পুজো
নিজস্ব প্রতিবেদনঃ
প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার ৮৫.৪৯ শতাংশ। গতবছর পাশের হার
ছিল ৮৫.৬৫ শতাংশ। প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। দ্বিতীয় হয়েছে বর্ধমানের সাতগাছিয়া
হাইস্কুলের শীর্ষেন্দু সাহা। প্রাপ্ত নম্বর ৬৮৮। তৃতীয় স্থানে রয়েছে তিনজন। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির
ময়ূরাক্ষী সরকার। জলপাইগুড়ি জেলা স্কুলের নীলাব্জ দাস ও মৃন্ময় মণ্ডল। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৭। চতুর্থ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার
প্রফুল্ল বিদ্যামন্দিরের দীপ গায়েন, প্রাপ্ত নম্বর ৬৮৬। পঞ্চম স্থানে পাঁচজন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৫। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির অঙ্কিতা
দাস, বাঁকুড়া গোগরা হাইস্কুলের সৌমি নন্দী, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনীক জানা ও উত্তর ২৪
পরগনার কাঁচরাপাড়া হারনেট হাইস্কুলের প্রথমকান্তি মজুমদার।
ষষ্ঠ স্থানে ছয়জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৪। তারা হল - সুমিত বাগচি(কোচবিহার, দিনহাটা হাইস্কুল), নিধি চৌধুরী(জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাইস্কুল), অরিত্রিকা পাল(পারুলিয়া কে কে হাইস্কুল), প্রতিমান দে(বর্ধমান জ্ঞানদাস মেমোরিয়াল
হাইস্কুল), শ্রুতি সিং মহাপাত্র(বাঁকুড়া মিশন
গার্লস হাইস্কুল), রৌনক সাহা(বীরভূম, নবনালন্দা শান্তিনিকেতন
হাইস্কুল)।
সপ্তম স্থানে ৫ জন। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৩। তারা হল - মহাশ্বেতা হোমরায়, দেবাঞ্জন ভট্টাচার্য , অরিন্দম ঘোষ, পারমিতা মণ্ডল, সার্থক তালুকদার। অষ্টম স্থানে রয়েছে দেবস্মিত রায়, তাপস দেবনাথ, জুমানা নারজিস, অরিন্দম সাহা, অনামিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা, দিশা মণ্ডল, প্রেরণা মণ্ডল। এদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮২। নবম স্থানে রয়েছে ঐতিহ্য সাহা, সায়ন্তিকা রায়, অম্লান ভট্টাচার্য, সায়ন্তন চৌধুরী, মহম্মদ রফিকুল হাসান, সায়ন নন্দী, সৌত্রিক সুর, তন্ময় চক্রবর্তী, সোহম আহমেদ, সৈকত সিংহরায়, স্বস্তিক কুমার ঘোষ। এদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮১। দশম স্থানে রয়েছে বৈদুর্য বিশ্বাস, সুমন কুমার সাহা, প্রিমরস সরকার, মীর মহম্মদ ওয়াসিফ, অরিত্র সরকার, তামান্ন ফিরদৌস, অন্বেষা দেঘুড়িয়া, গৌরব মণ্ডল, মোনালিসা সামন্ত, শুভম রায়, ইন্দ্রজিৎ মিশ্র, অগ্নিভ সিংহ, দেবান্ন প্রধান, পবিত্র সেনাপতি। প্রত্যেকেই পেয়েছে ৬৮০।
KHABOR AEI MUHURTE's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Headlines
Total Pageviews
Popular Post
-
পড়াশুনার সাথে সাথে ক্যারাটেতে অনুশীলন চালিয়ে যাচ্ছে হাওড়ার রামরাজাতলার বাসিন্দা পাপিয়া দাস। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী নয় পাপিয়ার প...
-
নিজস্ব প্রতিবেদনঃ ড্র দিয়ে শেষ হল আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের ম্যাচ। আর্জেন্টিনার হয়ে ১৯ মিনিটের মাথায় গোল করেন অ্যাগুয়েরো। আইসল্যান্...
-
নিজস্ব প্রতিবেদনঃ আর্জেন্তিনা বনাম ফ্রান্সের ম্যাচে ৪-৩এ হেরে বিদায় নিলো আর্জেন্তিনা আর সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ফ্রান্স।...
-
নিজস্ব প্রতিনিধিঃ নতুন চমক নিয়ে বহরমপুরের রবীন্দ্র সদনে হয়ে গেল গ্ল্যামনেশন সেশন ৩। ট্রান্সজেন্ডারদের নিয়ে শো ছিল এই ফ্যাশান শো-এর ন...