AMBLIN

AMBLIN
Theme images by rami_ba. Powered by Blogger.

Slider

ভিডিও

খবর

খেলা

বিনোদন

ফ্যাশান

টক ঝাল মিষ্টি

পুজো

» » » প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল


নিজস্ব প্রতিবেদনঃ প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার ৮৫.৪৯ শতাংশ। গতবছর পাশের হার ছিল ৮৫.৬৫ শতাংশ। প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথতার প্রাপ্ত নম্বর ৬৮৯দ্বিতীয় হয়েছে বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহাপ্রাপ্ত নম্বর ৬৮৮তৃতীয় স্থানে রয়েছে তিনজনকোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকারজলপাইগুড়ি জেলা স্কুলের নীলাব্জ দাস ও মৃন্ময় মণ্ডলপ্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৭ চতুর্থ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার প্রফুল্ল বিদ্যামন্দিরের দীপ গায়েন, প্রাপ্ত নম্বর ৬৮৬ পঞ্চম স্থানে পাঁচজনপ্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৫কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস, বাঁকুড়া গোগরা হাইস্কুলের সৌমি নন্দী, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনীক জানা ও উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া হারনেট হাইস্কুলের প্রথমকান্তি মজুমদার

ষষ্ঠ স্থানে ছয়জনপ্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৪তারা হল -  সুমিত বাগচি(কোচবিহার, দিনহাটা হাইস্কুল), নিধি চৌধুরী(জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাইস্কুল), অরিত্রিকা পাল(পারুলিয়া কে কে হাইস্কুল), প্রতিমান দে(বর্ধমান জ্ঞানদাস মেমোরিয়াল হাইস্কুল), শ্রুতি সিং মহাপাত্র(বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), রৌনক সাহা(বীরভূম, নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুল)  

সপ্তম স্থানে ৫ জনপ্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮৩তারা হল - মহাশ্বেতা হোমরায়, দেবাঞ্জন ভট্টাচার্য , অরিন্দম ঘোষ, পারমিতা মণ্ডল, সার্থক তালুকদার অষ্টম স্থানে রয়েছে দেবস্মিত রায়, তাপস দেবনাথ, জুমানা নারজিস, অরিন্দম সাহা, অনামিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা, দিশা মণ্ডল, প্রেরণা মণ্ডলএদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮২ নবম স্থানে রয়েছে ঐতিহ্য সাহা, সায়ন্তিকা রায়, অম্লান ভট্টাচা‌র্য, সায়ন্তন চৌধুরী, মহম্মদ রফিকুল হাসান, সায়ন নন্দী, সৌত্রিক সুর, তন্ময় চক্রবর্তী, সোহম আহমেদ, সৈকত সিংহরায়, স্বস্তিক কুমার ঘোষএদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৮১ দশম স্থানে রয়েছে বৈদু‌র্য বিশ্বাস, সুমন কুমার সাহা, প্রিমরস সরকার, মীর মহম্মদ ওয়াসিফ, অরিত্র সরকার, তামান্ন ফিরদৌস, অন্বেষা দেঘুড়িয়া, গৌরব মণ্ডল, মোনালিসা সামন্ত, শুভম রায়, ইন্দ্রজিৎ মিশ্র, অগ্নিভ সিংহ, দেবান্ন প্রধান, পবিত্র সেনাপতিপ্রত্যেকেই পেয়েছে ৬৮০  


«
Next
Newer Post
»
Previous
Older Post