AMBLIN

AMBLIN
Theme images by rami_ba. Powered by Blogger.

Slider

ভিডিও

খবর

খেলা

বিনোদন

ফ্যাশান

টক ঝাল মিষ্টি

পুজো

» » » ৪৩ তম কলকাতা বইমেলার ঢাকে পড়ল কাঠি

সপ্তর্ষি সিংহঃ শহরের অন্যতম আকর্ষন আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আন্তর্জাতিক ক্যালেণ্ডার অনুসারে আগামী বছর ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বই প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত হতে চলেছে কলকাতা পুস্তক মেলা। বুধবার শহরে এই বিষয়ে বুকসেলার্স পাবলিসার্স অ্যান্ড গিল্ডস এর তরফ থেকে এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবারের ফোকাস থিম কান্ট্রি লোগো উন্মোচন হয়। এদিন উপস্হিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, অধিকর্তা সুধাংশু দে, সভাপতি প্রবীরকুমার মজুমদার এবং গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়া। এদিন ত্রিদিব বাবু জানান, ঐতিহাসিক মায়া সভ্যতা কেন্দ্রভূমি গুয়াতেমালা দেশ কে ফোকাস থিম করা হয়ছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিভিন্ন রাজ্য থেকে জাতীয় স্তরের প্রকাশনা সংস্হা অংশগ্রহণ করবে। এছাড়াও লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ও নেপাল, বাংলাদেশ অংশ নিচ্ছে। তবে এবারে ইরান প্রথম অংশ নিচ্ছে এবং পাকিস্তানকে আমন্ত্রন জানানো হয়ছে। এবারে কলকাতা বইমেলা গান্ধীজির সার্ধশতবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হবে। ৭-৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় কলকাতা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এদিন রাষ্ট্রদূত জিয়োবান্নি জানান, মধ্য আমেরিকার সবথেকে বৃহৎ দেশ গুয়াতেমালা। এখানে ২৪ টি লোকাল ভাষা রয়ছে। আন্তর্জাতিক পুস্তকমেলা উদ্বোধন এর দিন গুয়াতেমালার দুই তরুন সাহিত্যিক উপস্হিত থাকবেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post