সপ্তর্ষি সিংহঃ সুস্বাদু খাদ্য প্রস্তুতকারক স্টার্ট আপ সংস্হা ওয়াও মোমো কলকাতা সহ সারা দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে। ইতিমধ্যে দেশের ১৩টি শহরে প্রায় ২০০টি আউটলেট রয়ছে সংস্হার। এর মধ্যে কলকাতায় প্রায় ৮০টি আউটলেট রয়ছে সংস্হার। নিজেদের বানিজ্যিক সম্প্রসারণের পাশাপাশি সংস্হার পক্ষ থেকে এবার সামাজিক কর্মকান্ডে সামিল হওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে। সোমবার কলকাতায় সংস্হার সিইও সাগর দারওয়ানি জানান, দেশের জন্য যেসব ক্রীড়াবিদ উল্লেখ্য ভূমিকা নিয়েছে তাদের পাশে আর্থিকভাবে সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছে সংস্হা। ইতিমধ্যে বাংলার তিন সফল ক্রীড়াবিদ অ্যাথলিট অরিত্রী দে, ক্রিকেটার শরদিন্দু মূখার্জী ও পর্বতারোহী সত্যরুপ সিদ্ধান্ত কে সম্মানিত করা হয়ছে। তিনি জানান সংস্হার ব্যবসার পাশাপাশি সমাজের এইসব ব্যাক্তিত্বদের আর্থিক সাহায্যে পরিকল্পনা নেওয়া হয়ছে। তিনি জানান পরবর্তী সময়ে ১০টি ক্যান্সার হসপিটালের শিশুদের সাহায্যের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন আগামী বছর দুবাইয়ে সংস্হার পক্ষ থেকে আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে এবং ২০১৯ সালে দেশে আউটলেটের সংখ্যা ২৫০ করার কথাও জানান।
ক্রীড়াবিদদের সাহায্যার্থে এগিয়ে এল স্টার্ট আপ সংস্হা ওয়াও মোমো
সপ্তর্ষি সিংহঃ সুস্বাদু খাদ্য প্রস্তুতকারক স্টার্ট আপ সংস্হা ওয়াও মোমো কলকাতা সহ সারা দেশে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে। ইতিমধ্যে দেশের ১৩টি শহরে প্রায় ২০০টি আউটলেট রয়ছে সংস্হার। এর মধ্যে কলকাতায় প্রায় ৮০টি আউটলেট রয়ছে সংস্হার। নিজেদের বানিজ্যিক সম্প্রসারণের পাশাপাশি সংস্হার পক্ষ থেকে এবার সামাজিক কর্মকান্ডে সামিল হওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে। সোমবার কলকাতায় সংস্হার সিইও সাগর দারওয়ানি জানান, দেশের জন্য যেসব ক্রীড়াবিদ উল্লেখ্য ভূমিকা নিয়েছে তাদের পাশে আর্থিকভাবে সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছে সংস্হা। ইতিমধ্যে বাংলার তিন সফল ক্রীড়াবিদ অ্যাথলিট অরিত্রী দে, ক্রিকেটার শরদিন্দু মূখার্জী ও পর্বতারোহী সত্যরুপ সিদ্ধান্ত কে সম্মানিত করা হয়ছে। তিনি জানান সংস্হার ব্যবসার পাশাপাশি সমাজের এইসব ব্যাক্তিত্বদের আর্থিক সাহায্যে পরিকল্পনা নেওয়া হয়ছে। তিনি জানান পরবর্তী সময়ে ১০টি ক্যান্সার হসপিটালের শিশুদের সাহায্যের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন আগামী বছর দুবাইয়ে সংস্হার পক্ষ থেকে আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে এবং ২০১৯ সালে দেশে আউটলেটের সংখ্যা ২৫০ করার কথাও জানান।