AMBLIN

AMBLIN
Theme images by rami_ba. Powered by Blogger.

Slider

ভিডিও

খবর

খেলা

বিনোদন

ফ্যাশান

টক ঝাল মিষ্টি

পুজো

» » » প্রস্টেট ক্যান্সার সচেতনতায় নারায়না হসপিটাল

সপ্তর্ষি সিংহঃ বর্তমান সময়ে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। এই রোগের বিষয়ে বেসরকারী হসপিটাল নারায়ণা হেল্থ এর পক্ষ থেকে সচেতনতার লক্ষ্যে নো-সেভ নভেম্বর উদ্যোগ নেওয়া হল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হসপিটালের পক্ষ থেকে চিকিৎসক সুমন মল্লিক, ডাঃ অভয় কুমার, চিফ রেডিওথেরাপি ডাঃ সায়ন দাস প্রস্টেট ক্যান্সার এর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ডাঃ অভয় কুমার এদিন বলেন মূলত চল্লিশ উর্ধ্ব পুরুষের ক্ষেত্রে এই রোগের প্রভাব দেখা যায়। এই রোগের বিষয়ে কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করলে তা প্রতিরোধ করা যায়। ৮৫ শতাংশ ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি ও রেডিয়েশনের মাধ্যমে নির্মূল করা যায়। ডাঃ সুমন বাবু জানান, নো সেভ নভেম্বর পালন করার অন্যতম উদ্দ্যেশ সচেতনতর লক্ষ্যে এই মাস বছরের সেরা সময় এবং পুরুষদের যেমন দাঁড়ি ও গোফ মূল তাই জনসমক্ষে এর মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া যাবে। পরিসংখ্যান এর মাধ্যমে চিকিৎসকরা জানান প্রায় ১৭০ জন প্রোস্টেট ক্যান্সার রোগী চিকিৎসার জন্য নারায়নায় আসেন। ৫৫ শতাংশ রোগী রেডিক্যাল ট্রিটমেন্ট পরিষেবা নিচ্ছে এবং ৩৫ শতাংশ রোগী রেডিওথেরাপি পরিষেবা নিচ্ছে।

«
Next
Newer Post
»
Previous
Older Post