AMBLIN

AMBLIN
Theme images by rami_ba. Powered by Blogger.

Slider

ভিডিও

খবর

খেলা

বিনোদন

ফ্যাশান

টক ঝাল মিষ্টি

পুজো

» » » ৩০০ রোগীর হাঁটু অস্ত্রোপচারে সফল শ্যলবি

সপ্তর্ষি সিংহঃ প্রায় দেশের ১৫ কোটি নাগরিক হাঁটুর সমস্যায় জর্জরিত। এর মধ্যে ৪ কোটি মানুষের প্রয়োজন হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি। সেখানে চীনে সেই সংখ্যাটা ৬৫ কোটি। এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন শ্যলবি হসপিটালের এমডি ও চিকিৎসক বিক্রম শাহ। আহমেদাবাদের বেসরকারি হসপিটাল শ্যলবি ২৫ বছর সাফল্যের সঙ্গে স্বাস্হ্য পরিষেবা দিচ্ছে। এই বিষয়ে শনিবার শহরে এক অনুষ্ঠানে চিকিৎসক বিক্রম শাহ জানান প্রতি বছর কলকাতা থেকে প্রায় ১৫০ জন হাঁটুর সমস্যার সার্জারি সফল হয়ছে। এদিন শহরের প্রায় ৩৫০ জন রোগীর সফল অস্ত্রোপচারের উদাহরন হিসাবে ডাঃ শাহ বলেন ২০০৪ সালে আহমেদাবাদে নিজস্ব হসপিটালে এই সার্জারি পরিষেবা চালু হয়। শহরের প্রায় ৬০ জন রোগী প্রতি মাসে হাঁটু প্রতিস্হাপনের চিকিৎসার জন্য আসেন। পরিসংখ্যান স্বরুপ তিনি বলেন মার্কিন মূলুকে প্রতি বছরে ৩০ কোটি জনসংখ্যার মধ্যে ৭ লক্ষ মানুষের এই সার্জারি হয় কিন্তু ভারতে তা মাত্র ১৫ হাজর। মূলত মহিলাদের ক্ষেত্রে এই রোগটি স্হূলতা ও নিম্নমানের খাদ্যতালিকার প্রভাবে হয়ে থাকে। ডাঃ শাহ এদিন বলেন প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই সার্জারি পরিষেবা উপলব্ধ। হাঁটু প্রতিস্থাপনের পর স্বাভাবিক চলাফেরা ও সঠিক জীবনযাপন সম্ভব তাও চিত্রের মাধ্যমে তুলে ধরেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post