AMBLIN

AMBLIN
Theme images by rami_ba. Powered by Blogger.

Slider

ভিডিও

খবর

খেলা

বিনোদন

ফ্যাশান

টক ঝাল মিষ্টি

পুজো

» » » হাঁটু প্রতিস্হাপন সার্জারি



সপ্তর্ষি সিংহঃ বিঞ্জান ও প্রযুক্তির হাত ধরে বেসরকারি হসপিটাল চেন্নাই এপেলো আংশিক হাঁটু প্রতিস্হাপন সার্জারির দিশা দেখাচ্ছে। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হসপিটালের শল্য চিকিৎসক মদনমোহন রেড্ডি বলেন দেশের মধ্যে চেন্নাই-ই সর্বপ্রথম এই শল্য চিকিৎসা শুরু করেছে। গত দেড় বছর ধরে এপোলো হসপিটাল চেন্নাই এই ধরনের শল্য চিকিৎসা করে আসছে। সম্প্রতি এপোলো হসপিটাল চেন্নাই-এর কোলকাতা শাখাতেও এই ধরনের শল্য চিকিৎসা শুরু হয়েছে।মূলতঃ যাঁরা অসটিওআর্থারিটিস-এর রোগী তাঁদের ওপরেই এই ইউনিকণ্ডাইলার পার্টিয়াল নি রিপ্লেসমেন্ট নামক শল্য চিকিৎসা সম্ভব। ৮৯ বছর পর্যন্ত রোগীদের এই শল্য চিকিৎসা করা সম্ভব। একবার এই শল্য চিকিৎসা হলে রোগী ৩১ বছর পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের জন্য যে শল্য চিকিৎসা হয় তার থেকে আটগুণ কম সময়ে এই শল্য চিকিৎসা করা যায়।সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করলেও দেখা যায় রোগীদের সিঁড়ি চড়তে বা খেলাধুলা করতে চূড়ান্ত অসুবিধা হয়, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে শল্য চিকিৎসা করলে রোগী খুব তাড়াতাড়ি তাঁর স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করতে পারেন।মাত্র ৪৫ মিনিটের মধ্যে এই শল্য চিকিৎসা করে ফেলা সম্ভব। রোগীকেও ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। তবে এই চিকিৎসার খরচ ২ লাখ ৫৪ হাজার টাকা।

«
Next
Newer Post
»
Previous
Older Post