খবর
খেলা
বিনোদন
ফ্যাশান
টক ঝাল মিষ্টি
পুজো
সপ্তর্ষি সিংহঃ শহরের অন্যতম আকর্ষন আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আন্তর্জাতিক ক্যালেণ্ডার অনুসারে আগামী বছর ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি শহরে অনুষ্ঠিত হতে চলেছে ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বই প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত হতে চলেছে কলকাতা পুস্তক মেলা। বুধবার শহরে এই বিষয়ে বুকসেলার্স পাবলিসার্স অ্যান্ড গিল্ডস এর তরফ থেকে এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবারের ফোকাস থিম কান্ট্রি লোগো উন্মোচন হয়। এদিন উপস্হিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, অধিকর্তা সুধাংশু দে, সভাপতি প্রবীরকুমার মজুমদার এবং গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়া। এদিন ত্রিদিব বাবু জানান, ঐতিহাসিক মায়া সভ্যতা কেন্দ্রভূমি গুয়াতেমালা দেশ কে ফোকাস থিম করা হয়ছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিভিন্ন রাজ্য থেকে জাতীয় স্তরের প্রকাশনা সংস্হা অংশগ্রহণ করবে। এছাড়াও লাতিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ও নেপাল, বাংলাদেশ অংশ নিচ্ছে। তবে এবারে ইরান প্রথম অংশ নিচ্ছে এবং পাকিস্তানকে আমন্ত্রন জানানো হয়ছে। এবারে কলকাতা বইমেলা গান্ধীজির সার্ধশতবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হবে। ৭-৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় কলকাতা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এদিন রাষ্ট্রদূত জিয়োবান্নি জানান, মধ্য আমেরিকার সবথেকে বৃহৎ দেশ গুয়াতেমালা। এখানে ২৪ টি লোকাল ভাষা রয়ছে। আন্তর্জাতিক পুস্তকমেলা উদ্বোধন এর দিন গুয়াতেমালার দুই তরুন সাহিত্যিক উপস্হিত থাকবেন।
সপ্তর্ষি সিংহঃ শহরে বাংলা ভাষায় কবিতাপাঠ, সাহিত্য উৎসব আয়োজিত হয়। এবার হিন্দী ভাষার মানুষদের সাহিত্যচর্চার ক্ষেত্রে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে সাহিত্য উৎসব লিটেরারি কলকাতা। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত কলকাতার নন্দনে আয়োজিত হতে চলেছে হিন্দি সাহিত্য উৎসব। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্হিত উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান হয় আগামী ৩০ নভেম্বর এই সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক সুবোধ সরকার ও হিন্দী ভাষার বিশিষ্ট সাহিত্যিক। এই উৎসবের মূল বিষয় কলকাতায় বাংলা ও হিন্দি ভাষার সাহিত্যের মেলবন্ধন এবং হিন্দি ভাষায় সাহিত্যের প্রসার। তিনদিন ব্যাপী এই অনুষ্টানে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিকদের সম্মানিত করা হবে।
সপ্তর্ষি সিংহঃ বিঞ্জান ও প্রযুক্তির হাত ধরে বেসরকারি হসপিটাল চেন্নাই এপেলো আংশিক হাঁটু প্রতিস্হাপন সার্জারির দিশা দেখাচ্ছে। শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হসপিটালের শল্য চিকিৎসক মদনমোহন রেড্ডি বলেন দেশের মধ্যে চেন্নাই-ই সর্বপ্রথম এই শল্য চিকিৎসা শুরু করেছে। গত দেড় বছর ধরে এপোলো হসপিটাল চেন্নাই এই ধরনের শল্য চিকিৎসা করে আসছে। সম্প্রতি এপোলো হসপিটাল চেন্নাই-এর কোলকাতা শাখাতেও এই ধরনের শল্য চিকিৎসা শুরু হয়েছে।মূলতঃ যাঁরা অসটিওআর্থারিটিস-এর রোগী তাঁদের ওপরেই এই ইউনিকণ্ডাইলার পার্টিয়াল নি রিপ্লেসমেন্ট নামক শল্য চিকিৎসা সম্ভব। ৮৯ বছর পর্যন্ত রোগীদের এই শল্য চিকিৎসা করা সম্ভব। একবার এই শল্য চিকিৎসা হলে রোগী ৩১ বছর পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের জন্য যে শল্য চিকিৎসা হয় তার থেকে আটগুণ কম সময়ে এই শল্য চিকিৎসা করা যায়।সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন করলেও দেখা যায় রোগীদের সিঁড়ি চড়তে বা খেলাধুলা করতে চূড়ান্ত অসুবিধা হয়, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে শল্য চিকিৎসা করলে রোগী খুব তাড়াতাড়ি তাঁর স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করতে পারেন।মাত্র ৪৫ মিনিটের মধ্যে এই শল্য চিকিৎসা করে ফেলা সম্ভব। রোগীকেও ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। তবে এই চিকিৎসার খরচ ২ লাখ ৫৪ হাজার টাকা।
সপ্তর্ষি সিংহঃ প্রায় দেশের ১৫ কোটি নাগরিক হাঁটুর সমস্যায় জর্জরিত। এর মধ্যে ৪ কোটি মানুষের প্রয়োজন হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি। সেখানে চীনে সেই সংখ্যাটা ৬৫ কোটি। এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন শ্যলবি হসপিটালের এমডি ও চিকিৎসক বিক্রম শাহ। আহমেদাবাদের বেসরকারি হসপিটাল শ্যলবি ২৫ বছর সাফল্যের সঙ্গে স্বাস্হ্য পরিষেবা দিচ্ছে। এই বিষয়ে শনিবার শহরে এক অনুষ্ঠানে চিকিৎসক বিক্রম শাহ জানান প্রতি বছর কলকাতা থেকে প্রায় ১৫০ জন হাঁটুর সমস্যার সার্জারি সফল হয়ছে। এদিন শহরের প্রায় ৩৫০ জন রোগীর সফল অস্ত্রোপচারের উদাহরন হিসাবে ডাঃ শাহ বলেন ২০০৪ সালে আহমেদাবাদে নিজস্ব হসপিটালে এই সার্জারি পরিষেবা চালু হয়। শহরের প্রায় ৬০ জন রোগী প্রতি মাসে হাঁটু প্রতিস্হাপনের চিকিৎসার জন্য আসেন। পরিসংখ্যান স্বরুপ তিনি বলেন মার্কিন মূলুকে প্রতি বছরে ৩০ কোটি জনসংখ্যার মধ্যে ৭ লক্ষ মানুষের এই সার্জারি হয় কিন্তু ভারতে তা মাত্র ১৫ হাজর। মূলত মহিলাদের ক্ষেত্রে এই রোগটি স্হূলতা ও নিম্নমানের খাদ্যতালিকার প্রভাবে হয়ে থাকে। ডাঃ শাহ এদিন বলেন প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই সার্জারি পরিষেবা উপলব্ধ। হাঁটু প্রতিস্থাপনের পর স্বাভাবিক চলাফেরা ও সঠিক জীবনযাপন সম্ভব তাও চিত্রের মাধ্যমে তুলে ধরেন।
সপ্তর্ষি সিংহঃ বিগত ২৭ বছর ধরে দেশের অন্যতম বৃহৎ পশুখাদ্য প্রস্তুতকারক সংস্হা রামন অ্যাগ্রো গ্রুপ বিভিন্ন রাজ্যে বানিজ্য করছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, গুজরাট, ওড়িশা, অসম, রাজস্হান, গুজরাট এর পর পশ্চিমবঙ্গে নিজেদের ব্যবসা সম্প্রসারণ এর উদ্দ্যেশে কলকাতায় প্রবেশ করতে চলেছে। মঙ্গলবার শহরে সংস্হার ম্যানেজিং ডিরেক্টর শাহিল গার্গ জানান মূলত সঠিক ও উন্নত পশুখাদ্য প্রস্তত করে থাকে। সংস্হার পক্ষ থেকে দুধধারা ও ক্রান্তি নামে দুটি প্রজেক্ট আছে। এদিন সাহিল বাবু জানান সংস্হার ম্যানুফ্যাকচারিং প্ল্যাণ্ট বারানসীতে। রাজ্যে ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ এর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তিনি বলেন শুধু ব্যবসা নয় সঠিক পশুখাদ্যের উপরও সংস্হার নজর রাখা হয়।
সপ্তর্ষি সিংহঃ বর্তমান সময়ে প্রবীন নাগরিকদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। এই রোগের বিষয়ে বেসরকারী হসপিটাল নারায়ণা হেল্থ এর পক্ষ থেকে সচেতনতার লক্ষ্যে নো-সেভ নভেম্বর উদ্যোগ নেওয়া হল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হসপিটালের পক্ষ থেকে চিকিৎসক সুমন মল্লিক, ডাঃ অভয় কুমার, চিফ রেডিওথেরাপি ডাঃ সায়ন দাস প্রস্টেট ক্যান্সার এর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ডাঃ অভয় কুমার এদিন বলেন মূলত চল্লিশ উর্ধ্ব পুরুষের ক্ষেত্রে এই রোগের প্রভাব দেখা যায়। এই রোগের বিষয়ে কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করলে তা প্রতিরোধ করা যায়। ৮৫ শতাংশ ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি ও রেডিয়েশনের মাধ্যমে নির্মূল করা যায়। ডাঃ সুমন বাবু জানান, নো সেভ নভেম্বর পালন করার অন্যতম উদ্দ্যেশ সচেতনতর লক্ষ্যে এই মাস বছরের সেরা সময় এবং পুরুষদের যেমন দাঁড়ি ও গোফ মূল তাই জনসমক্ষে এর মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া যাবে। পরিসংখ্যান এর মাধ্যমে চিকিৎসকরা জানান প্রায় ১৭০ জন প্রোস্টেট ক্যান্সার রোগী চিকিৎসার জন্য নারায়নায় আসেন। ৫৫ শতাংশ রোগী রেডিক্যাল ট্রিটমেন্ট পরিষেবা নিচ্ছে এবং ৩৫ শতাংশ রোগী রেডিওথেরাপি পরিষেবা নিচ্ছে।
Subscribe to:
Posts (Atom)
Headlines
Total Pageviews
Popular Post
-
পড়াশুনার সাথে সাথে ক্যারাটেতে অনুশীলন চালিয়ে যাচ্ছে হাওড়ার রামরাজাতলার বাসিন্দা পাপিয়া দাস। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী নয় পাপিয়ার প...
-
নিজস্ব প্রতিবেদনঃ ড্র দিয়ে শেষ হল আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের ম্যাচ। আর্জেন্টিনার হয়ে ১৯ মিনিটের মাথায় গোল করেন অ্যাগুয়েরো। আইসল্যান্...
-
নিজস্ব প্রতিবেদনঃ আর্জেন্তিনা বনাম ফ্রান্সের ম্যাচে ৪-৩এ হেরে বিদায় নিলো আর্জেন্তিনা আর সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ফ্রান্স।...
-
নিজস্ব প্রতিনিধিঃ নতুন চমক নিয়ে বহরমপুরের রবীন্দ্র সদনে হয়ে গেল গ্ল্যামনেশন সেশন ৩। ট্রান্সজেন্ডারদের নিয়ে শো ছিল এই ফ্যাশান শো-এর ন...